Paris Landing State Park Trip, June 18, 2022

সপ্তান্তে কাজের শেষে ভাবছি যাবো কোথায়?
ব্যাপক খুঁজে ম্যাপটি ঘেঁটে স্থানটি পেলাম সেথায়।
প্যারিস ল্যান্ডিং স্টেট পার্ক এই স্থানটির নাম,
ম্যাপে দিলেই পাবে খুঁজে এই স্থানটির ধাম।
একটি লেক আছে সেথা আকারে যেটি বিরাট,
পাহাড়ে ঘেরা লেকখানিতে মানুষ ছিলো ভরাট।
ভাবিনি আমি সেথায় পাবো কনসার্টের চমক!
প্রকৃতি-গান দুয়ে মিলে পরিবেশ খুশিদায়ক।
কিছু সময় কাটিয়ে সেথা খুশি হলাম আমি,
ফ্রেমবন্দী করলাম আমার সেই খুশির স্মৃতি।
কিছু ছবি সেই স্মৃতির দিলাম আমি হেথায়,
ভালো লাগলে পরে তবে যেতে পারো সেথায়।
স্নেহা-আমি দুয়ে মিলে ঘুরে পেলাম সুখ,
সবার ভালো লাগলে পরে খুশি হবো খুব।
এখন তবে লেখা আমার করি হেথা শেষ,
ছবিগুলি দেখো তবে নিয়ে একটি রেশ 😊।।