Old Stone Fort State Park Trip, June 6, 2022
অনেককাল পরে আমি গেলাম কিছু দূরে,
স্নেহা-আমি দুয়ে মিলে একটু এলাম ঘুরে।
প্রশ্ন করে বলো যদি, “সেই স্থান কি দূর?”
বলবো আমি তখন তোমায়, “তোমার চিন্তা ভুল।”
আমার বাড়ি থেকে সে স্থান ষাটটি মাইল দূর,
জামাইষষ্ঠীতে স্নেহা-আমি ঘুরে পেলাম সুখ।
ওল্ড স্টোন ফোর্ট স্টেট পার্ক, এই স্থানটির নাম,
নদী, ঝর্ণা, জঙ্গলেতে শোভিত রয়েছে ধাম।
আমার তবে যাবার কারণ ঝর্ণার ছবি তোলা,
তারই কিছু ছবি আমি এইখানেতে দিলা।
দেখে পরে সবার যদি লাগে খুব ভালো,
পাবো আমি অনেক সুখ, মনে জ্বলবে আলো।
তবে যদি প্রশ্ন করো, “স্নেহা আবার কে?”
“স্নেহময় গাড়ি মম”, শুনবে উত্তরে 😊।।