New York and New Jersey Tour between June to August 2025

ইন্টার্ণসিপ চলাকালীন সময়ে নিউ ইয়র্ক সিটি (নিউ ইয়র্ক স্টেট) এবং নেওয়ার্ক (নিউ জার্সি স্টেট) - এ আমার কিছু সময় কাটানোর ছবি রইলো সবার জন‍্য। নিউ ইয়র্ক সিটিতে গাড়ি চালাতে গিয়ে আমার কেন জানিনা বার বার মনে হচ্ছিলো যে আমি যেন পার্ক স্ট্রিট বা স্ট্র‍্যান্ড রোড দিয়ে গাড়ি চালাচ্ছি। টাইম স্কোয়ার যেন ধর্মতলা, নিউ মার্কেট চত্ত্বর। সেন্ট্রাল পার্ক যেন ময়দান। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং তৎসংলগ্ন জায়গাসমূহ যেন পার্ক স্ট্রিট এবং তৎসংলগ্ন অফিস পাড়া। হাডসন নদী যেন আমাদের মনের খুব কাছের গঙ্গা। শতাব্দী প্রাচীন ব্রুকলিন ব্রিজ যেন আমাদের গর্ব হাওড়া ব্রিজ। ইয়েলো ক‍্যাব আর হলুদ ট‍্যাক্সির মধ‍্যে কি কোনো পার্থক্য করা যায়? কই আমার তো তা মনে হয় না। আরও রয়েছে কতো সমতা, সে বলতে গেলে লেখা হয়ে যাবে অনেকই বড়। হয়তো দুটো শহরই ব্রিটিশদের হাতে তৈরী হওয়ায়, তাদের মধ‍্যে এতো সাজুজ‍্য। এক কালে বিদেশ থেকে লোকে আসতো আমাদের কলকাতাকে দেখতে। এখন আমরা গুচ্ছের পয়সা খরচ করে আসি সেই একই “দিল্লী কা লাড্ডু” দেখতে। হ‍্যাঁ পুরো দিল্লী কা লাড্ডু হয়তো নয়। দুটো দেশের নিজস্ব সংস্কৃতি মিলেছে এই দুটো শহরের গলিতে গলিতে। আর তাই আমাদের চোখে এই দুই শহরকে সম্পূর্ণ আলাদা লাগে। তবে আমার চোখে এই দুই শহরের মধ‍্যে এতো সাজুজ‍্য ধরা পড়ায়, আমি খুব আশা রাখি যাতে অন্তত জীবনের কোনো এক সময়ে আবারও দেখতে পাবো যে বিদেশ থেকে বহু মানুষ ভারতে এবং আমাদের কলকাতাতে আসছে এবং সেই শহরের সুখস্মৃতি আহরণ করছে। যাই হোক, কিছু ছবির সাথে নিউ ইয়র্ক সিটির রাস্তায় স্নেহার সাথে ঘুরে বেড়ানোর কিছু ভিডিও রইলো সবার জন‍্য। হয়তো সেগুলো আমার মনের ভাব সঠিকভাবে ব‍্যক্ত করতে পারবে এবং ছবি ভিডিওগুলো ভালো লাগবে সবার 😊।