New Year Celebration in Nashville, January 1, 2025

সকলকে জানাই শুভ নববর্ষের প্রণাম, শুভকামনা ও ভালোবাসা। অনেকদিন পর আমার এক পুরোণো বন্ধুর সাথে দেখা হলো। কাজে ব‍্যস্ত ছিলাম খুব। তাছাড়া ভিড় ভাট্টা আমার একদম ভালো লাগে না। কিন্তু সেই বন্ধুরই জোরাজুরিতে অবশেষে কাজে ক্ষান্তি দিয়ে ন‍্যাশভিলের নববর্ষ উদযাপন দেখতে গেছিলাম রাতের বেলায়। নাচে গানে আসর জমজমাট। অবশেষে বাজী ফাটিয়ে নতুন বছরকে বরণ করে উৎসবের ইতি টানা হলো। আমাদের দুজনের ফোনে তোলা সেই উৎসবেরই কিছু স্মৃতি চিহ্ন রইলো সবার জন‍্য। হয়তো ভালো লাগবে সবার 🙏🏼😊।