Disney World Trip, April 10, 2022
“The most magical place on earth” - এই কথাটা দেখে প্রথমে আমার একটু সন্দেহ হয়েছিলো যখন প্রথম ঢুকছিলাম জায়গাটায়। মনে হচ্ছিলো সত্যিই কি জায়গাটা অভাবনীয়রকম ম্যাজিকাল? রাতের বেলায় ডিস্নী ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসবার সময় আমার সমস্ত সংশয় দূর হয়ে যায়, এবং মনে আমার ডিস্নীর সিনেমার মতোই একটা সুন্দর অনুভূতি নিয়ে ঘরে ফিরি। গত ১৫ - ২২ মার্চ, IEEE VR 2024 সম্মেলনে ল্যাবমেটদের সাথে গিয়ে এই সুন্দর জায়গাটায় যাই। বিশ্ব জগতে কতোরকমের অসুবিধে রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও এই সুন্দর জায়গাটায় সবকিছুই যেন পরিবর্তিত হয়ে নিদারুণ আনন্দে পরিনত হয়েছে। ক্ষুদে সদস্যদের মুখে হাসি, দৈহিকভাবে অক্ষম কচিকাচা বা বড়দের মুখে হাসি ও মনে আনন্দ, সাদা, কালো, খয়েরি সমস্ত মানুষ মিলেমিশে একাকার। সবার মুখেই হাসি, মনে আনন্দ। কচিকাচাদের মনের আনন্দ ও মুখের এই হাসির এমনই এক জাদু আছে যে বিশ্বজগতের সমস্ত ঝামেলা ডিস্নী ওয়ার্ল্ডের বাইরে রয়ে যায়। ভেতরে শুধুই থাকে “ম্যাজিক”! সেই সুন্দর অভিজ্ঞতার কিছু ছবি রইলো সবার জন্য। হয়তো ভালো লাগবে সবার 😊।