Deepaboli Celebration, November 11, 2023
এই দিনটার জন্য আমি সব সময় অপেক্ষা করি প্রতিটা বছর। একবার এই দিনটা চলে গেলে আবার ভাবতে শুরু করি আবার কবে আসবে এই দিনটা সামনের বছর। দিনটা কোন দিন? সেই দিনটার ব্যাপারে বলতে গেলে সবাইকে জানাতে হয় আমার শুভ দীপাবলীর প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। কেন বললাম একথা? কারণ যেদিনটার জন্য আমি এক বছর অপেক্ষারত থাকি সেই দিনটাই হলো দীপাবলী। হয়তো প্রশ্ন উঠবে আমি বাঙালী হয়ে দুর্গা পুজোর তুলনায় দীপাবলী বা কালী পুজোর দিনের জন্য এতোটা অধীর অপেক্ষা করি কেন? এর উত্তর খুব সোজা। দুর্গা পুজোয় অন্য শিল্পীর হাতে তৈরী প্যান্ডেল বা প্রতিমা দেখতে যাই আমি আর কালী পুজোর সময় আমি নিজের হাতে নানান শিল্পকলা করবার সুযোগ পাই আমার ঘরে। নিজের মতোন করে চিন্তা করে নানান ধরনের লাইটের থীম বানাতে পারবার এবং ঘর সাজাতে পারবার অবকাশ পাওয়ায় এই দিনটার জন্য আমি উদগ্রীব হয়ে থাকি প্রতি বছর। তার সাথে বাজী ফাটাতে পারবার আনন্দ তো আছেই। হ্যাঁ আমার বয়স বেড়েছে ঠিকই, কিন্তু এই দিনে বাজী জিনিসটা ফাটাতে না পারলে আমার আত্মা কোনো ভাবেই যেন শান্তি পায় না 😂। আজ এই শুভ দিনে আমার এবারের লাইটের থীমের এবং আমার ঘর সাজানোর কিছু ছবি দিলাম। লাইটের থীমটা যদি বোঝা যায় যে আমি কি বানাতে চেয়েছি, তাহলে খুব ভালো লাগবে আমার। অবশেষে আবারও বলি সবাইকে জানাই আমার শুভ দীপাবলীর প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা 🙏🏻😊।